রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজির কাতল

রাজবাড়ীতে  পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজির কাতল

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলা  গোয়ালন্দ উপজেলার মাঝ পদ্মায় জেলের জালে ১৭ কেজি ওজনের  একটি কাতল ধরা পরেছে
শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার পৌরসভা এলাকার জেলে সামাদ ফকির পদ্মা নদীর মাঝখানে  জাল ফেলেএ সময় ১৭ কেজি ওজনের  কাতল মাছটি ধরা পরে
এ সময় মাছটি নদীর পারে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখতে ভীর জমায়পরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা ১৪ শত টাকা কেজি দরে ২৩ হাজার ৮ শত টাকায় কিনে নেন
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এত বড় কাতল মাছ পদ্মায় খুব কমই ধরা পরে আমি মাছটি ১৪ শত টাকা কেজি  দরে কিনেছিলামপরে ঢাকার উত্তরা এলাকার এক শিল্পপতির কাছে ১৫ শত টাকা কেজি দরে বিক্রি করেছি